• ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সিলেট মহানগর যুবলীগের কম্বল বিতরণ

risingsylhet.com
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৩
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সিলেট মহানগর যুবলীগের কম্বল বিতরণ

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে গরীব, অসহায় ও ছিন্নমুল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল (১০ জানুয়ারি) মঙ্গলবার রাতে নগরীর বিভিন্ন পয়েন্টে এই কম্বল বিতরণ করা হয়।

 

কম্বল বিতরণকালে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পিতার প্রতি যে সম্মান, ভালবাসা দেখিয়েছেন; সেটি পৃথিবীতে বিরল। তিনি নিজের স্বপ্নকে বিসর্জন নিয়ে পিতার স্বপ্নকে ধারণ করেছেন, লালন করেছেন এবং বাস্তবায়ন করে যাচ্ছেন। জাতির পিতার স্বপ্ন ছিল- দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো, দেশকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা। জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কন্যা হিসেবে তিনি জীবন্মৃত্যুর সন্নিকটে থেকেও উদ্দেশ্য থেকে এক চুলও পিছপা হন নি। পিতার প্রতি কন্যার ভালবাসার এমন নিদর্শন থেকে আজকের প্রজন্ম শিক্ষা গ্রহণ করতে পারে। শীতার্ত মানুষের জন্য আজ আমরা শীতবস্ত্র বিতরণ করেছি। একটি মানুষও যেন চলমান শীতে কষ্ট না পায় এ জন্য সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে থাকার আহবান জানান তারা।

 

সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন, দেশে শীতের তীব্রতা বাড়ায় দরিদ্র ও অসহায় মানুষ অত্যধিক কষ্ট পাচ্ছে। শীত এলেই দরিদ্র অসহায় মানুষ শীতে কাতর হয়ে যায়, খাবারের চেয়েও তাদের শীত নিবারণ জরুরী হয়ে পড়ে। তাই সরকারের পাশাপাশি সিলেট মহানগর যুবলীগ এই মহৎ কাজ করে যাচ্ছে।

 

এসময় উপস্থিত ছিলেন, আব্দুর রব সায়েম, সুলতান মাহমুদ সাজু, তোফায়েল আহমদ তারেক, এমদাদ হোসেন ইমু, সাকারিয়া হোসেন সাকির, নুরুল হক শিপু, আবিদুর রহমান সুমেল, মাসুক মিয়া, হিবজুর রহমান, আব্দুল্লাহ জাবেদ প্রমুখ। বিজ্ঞপ্তি

বার পড়া হয়েছে।