বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার উদ্যোগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ কে আব্দুল মোমেন এর নির্বাচনী প্রচারণা ও করনীয় নির্ধারনী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় নগরীর জিন্দাবাজারস্থ ফরিদ প্লাজার ৫তলায় এই সভার আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সভাপতি সামসুল আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফেরদৌস খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সহ-সভাপতি এটিএম বদরুল ইসলাম, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, সাহিদুর রহমান স্বপন, সহ-সাধারণ সম্পাদক চিত্রশিল্পী ভানু লাল দাস, বাবু বিধূভূষন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক তফজ্জুল হোসেন, আবদুল হক লিমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রোটারিয়ান শাহ জামাল আহমদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মাধুরী গুন, কার্যকরী সদস্য শাহ আলম হেড মাষ্টার, ছয়ফুল আলম আবুল।
উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া সম্পাদক জাকির আহমদ, সহ মহিলা বিষয়ক সম্পাদক শিরিন আক্তার, সহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাহেদা বেগম, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তুহিন আহমদ চৌধুরী, সদস্য আজিজুর রহমান প্রমুখ।