রাইজিংসিলেট- ব`জ্র`পা`তে এমসি কলেজের শিক্ষার্থী রেদওয়ান নিহত।সিলেটের বিশ্বনাথে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মুরারিচাঁদ কলেজের (এমসি) শিক্ষার্থী রেদওয়ান আহমদ(২২) নিহত হয়েছেন।
রোববার (২৯সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার দশঘর ইউনিয়নের সাড়ইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রেদওয়ান আহমদ (২২) সিলেটের মুরারিচাঁদ কলেজের (এমসি) শিক্ষার্থী ও সাড়ইল গ্রামের ওলিউর রহমানের ছেলে। এ সময় বজ্রপাতে রেদওয়ানের সঙ্গে থাকা তাঁর ছোট ভাই সুফিয়ান আহত হয়েছেন।
বজ্রপাতে শিক্ষার্থীর নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দশঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমাদ উদ্দিন খান।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া বলেন, বজ্রপাতে যুবকের মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে
৩৩ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।