• ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বজ্রপাতে কৃষকের মৃত্যু

risingsylhet.com
প্রকাশিত মার্চ ১৬, ২০২৩

জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। মরিচ ক্ষেত দেখতে গিয়ে বজ্রপাতে আবু হানিফ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের মিনি পাগনা হাওরে এ ঘটনা ঘটে।

নিহত আবু হানিফ ইউনিয়নের জামলাবাজ গ্রামের বাসিন্দা শুক্কুর আলীর ছেলে। ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার বজ্রপাতে কৃষক নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, এদিন সকালে মিনি পাগনা হাওরে নিজের লাগানো মরিচক্ষেত দেখতে যান আবু হানিফ। এসময় কালবৈশাখী ঝড় শুরু হয়। তাই হানিফ বাড়ি ফিরে যান। এ সময় বজ্রপাত হয়, এতে তার শরীর ঝলসে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে জামালগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানানো হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানান ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার।

২৩ বার পড়া হয়েছে।