বড়দেশ উচ্চ বিদ্যালয়ের নিয়ম বর্হিভুত ম্যানেজিং কমিটি গঠনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
রবিবার(০৩ মার্চ) সকাল ১১টায় সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বড়দেশ বাজারে, বিদ্যালয়ের প্রান্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর যৌথ উদ্যেগে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন কর্মসূচীতে বক্তারা বলেন, গত কিছু দিন পূর্বে বড়দেশ উচ্চ বিদ্যালয়ে নিয়ম বর্হিভুত ভাবে ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। কোন ধরণের নির্বাচন না করে অত্যান্ত গোপনে প্রধান শিক্ষক তার পছন্দের লোকদের দিয়ে একক সিদ্ধান্তে মনগড়া একটি কমিটি গঠন করেছেন। যা অনির্বাচিত একটি পকেট কমিটি।
অবিলম্বে এই পকেট কমিটি বাতিল করে গণতান্ত্রিক প্রন্থায় নির্বাচনের মাধ্যমে নতুন ম্যানেজিং কমিটি গঠনের জন্য বক্তারা মানববন্ধন কর্মসূচী থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
এ সময় বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য এবাদুর রহমানের সভাপতিত্বে ও বড়দেশ উচ্চ বিদ্যালয়ের প্রান্তন শিক্ষার্থী মো. শাহাজাহান শিপলুর সঞ্চালনায় বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য আজমল হোসেন, প্রান্তন শিক্ষার্থী মাসুম কাদির।
এছাড়াও প্রান্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন শামীম আহমদ, হাজী আব্দুল মতিন, ফয়াজ উদ্দিন, ইমদাদ আহমদ, জালাল আহমদ, মাহবুব আব্দুল্লাহ, মিসবাহ উদ্দিন, হাফিজ নসির উদ্দিন, হেলাল উদ্দিন নাবিল সহ আরো অনেকে।
এছাড়াও মানববন্ধন কর্মসূচী থেকে বক্তারা নানা অনিয়মের কথা উল্লেখ করে দ্রুত প্রধান শিক্ষকের অপসারণের দাবী করেন।