
বড়লেখা প্রতিনিধি::বড়লেখা (মৌলভীবাজার), ১৩ নভেম্বর ২০২৫ বড়লেখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে একটি বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অদ্য (১৩ নভেম্বর ২০২৫ খ্রি.) বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব গালিব চৌধুরী এর নেতৃত্বে বড়লেখা উপজেলার জফরপুর রোড, উত্তর চৌমুহনী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মো: ইয়াছিন (৪৮), স্বত্বাধিকারী, গ্রামীণ বেকারী—কে দোকান ও উৎপাদন স্থানে পর্যাপ্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় না রাখা এবং উৎপাদিত পণ্যের মোড়কের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও বিক্রয়মূল্য না থাকায় দোষী সাব্যস্ত করা হয়।
এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৩৭ ও ৫২ অনুযায়ী তাকে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।