• ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বড়লেখায় ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ

risingsylhet.com
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৩
বড়লেখায় ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ

রাইজিংসিলেট- মৌলভীবাজারে বড়লেখায় জামিয়া মাদানীয়া মাদ্রাসার দুই ছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টায় থেকে তারা নিখোঁজ হয়। তাদের কোনো সন্ধান না পাওয়ায় স্বজনদের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

এই ঘটনায় দুই ছাত্রের পরিবারের পক্ষ থেকে শনিবার দুপুরে বড়লেখা থানায় পৃথকভাবে জিডি করা হয়েছে। নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র হলো- উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সফরপুর গ্রামের সৌদি প্রবাসী সা’দ উদ্দিনের ছেলে তারেক আহমদ রাফি (১৫) এবং বড়লেখা পৌরসভার দক্ষিণ বারইগ্রামের দুবাই প্রবাসী বদরুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম (১৪)।

জানা গেছে, শুক্রবার রাতে বড়লেখা পিসি মডেল স্কুল মাঠে আস্‌সুন্নাহ্‌ মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত নাশিদ ও ক্বেরাত প্রতিযোগিতায় বড়লেখা পৌরশহরে অবস্থিত জামিয়া মাদানীয়া মাদ্রাসার হিফ্‌জ বিভাগের ছাত্ররা অংশ নেয়। এতে রাফি এবং সাইদুল ছিল। ওইদিন রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রাফি ও সাইদুল অনুষ্ঠান (নাশিদ ও ক্বেরাত প্রতিযোগিতা) থেকে নিখোঁজ হয়।

এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রাফির মামা ব্যবসায়ী জাবেদ আহমদ শনিবার বিকালে জানান, তাদের কোনো হদিস মিলছে না। এ বিষয়ে আমরা থানায় জিডি করেছি। রাফির সহপাঠী সাইদুলের পরিবারও থানায় জিডি করেছে।

জামিয়া মাদানীয়া মাদ্রাসার মুহতামিম মুফতি রুহুল আমিন শনিবার বিকালে বলেন, শুক্রবার রাতে বড়লেখা পিসি স্কুল মাঠে আয়োজিত ক্বেরাত ও নাশিদ প্রতিযাগিতায় হিফ্‌জ শাখার সকল ছাত্র অংশ নেয়। এতে রাফি এবং সাইদুলও ছিল।

একটি সিসি ক্যামেরায় রাত সাড়ে ১০টা পর্যন্ত তাদের দেখা গেছে। এরপর তাদের দেখা মিলছে না। মাদ্রাসায়ও ফেরেনি। রাতেই বিষয়টি আমরা তাদের স্বজনদের জানাই। আমি ধারণা করছি তারা দু’জন সমবয়সী, হয়তো না জানিয়ে কোথাও বেড়াতে গেছে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, মাদ্রাসার দুই ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে থানায় পৃথক জিডি করা হয়েছে। আমরা তাদের উদ্ধারের চেষ্টা করছি।

৮২ বার পড়া হয়েছে।