
বড়লেখা প্রতিনিধি::মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার ১ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেছেন পৌর প্রশাসক জনাব নাঈমা নাদিয়া। বুধবার এক আলোচনা সভায় তিনি ওয়ার্ডের রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, আলো স্থাপনসহ নাগরিক সেবার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন।
প্রশাসক নাঈমা নাদিয়া জানান, পৌরবাসীর জীবনমান উন্নয়নে স্বচ্ছ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পৌর কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ১ নং ওয়ার্ডে বেশ কয়েকটি রাস্তা সংস্কার, ড্রেন নির্মাণ ও স্ট্রিট লাইট স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। বাকী অসম্পূর্ণ প্রকল্পগুলোও দ্রুত শেষ করা হবে বলে তিনি আশ্বাস দেন।
তিনি আরও বলেন, ওয়ার্ডবাসীর সহযোগিতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। তাই নাগরিকদের মতামত, সমস্যার তালিকা ও দাবি-দাওয়া বিবেচনায় নিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
এ সময় উপস্থিত স্থানীয় বাসিন্দারা উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। প্রশাসক এসব দাবি গুরুত্ব সহকারে বিবেচনা করার প্রতিশ্রুতি দেন।
পৌরসভার উন্নয়ন এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রশাসক নাঈমা নাদিয়া।