ঢাকাবৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বড়লেখা পৌরসভার ১ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন নিয়ে কথা বললেন প্রশাসক নাঈমা

rising sylhet
rising sylhet
নভেম্বর ২০, ২০২৫ ১২:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

ads

বড়লেখা প্রতিনিধি::মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার ১ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেছেন পৌর প্রশাসক জনাব নাঈমা নাদিয়া। বুধবার এক আলোচনা সভায় তিনি ওয়ার্ডের রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, আলো স্থাপনসহ নাগরিক সেবার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন।

প্রশাসক নাঈমা নাদিয়া জানান, পৌরবাসীর জীবনমান উন্নয়নে স্বচ্ছ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পৌর কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ১ নং ওয়ার্ডে বেশ কয়েকটি রাস্তা সংস্কার, ড্রেন নির্মাণ ও স্ট্রিট লাইট স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। বাকী অসম্পূর্ণ প্রকল্পগুলোও দ্রুত শেষ করা হবে বলে তিনি আশ্বাস দেন।

তিনি আরও বলেন, ওয়ার্ডবাসীর সহযোগিতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। তাই নাগরিকদের মতামত, সমস্যার তালিকা ও দাবি-দাওয়া বিবেচনায় নিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

এ সময় উপস্থিত স্থানীয় বাসিন্দারা উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। প্রশাসক এসব দাবি গুরুত্ব সহকারে বিবেচনা করার প্রতিশ্রুতি দেন।

পৌরসভার উন্নয়ন এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রশাসক নাঈমা নাদিয়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।