raising sylhet
ঢাকারবিবার , ২৩ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বড় বউর সাথে তর্ক, ছোট বউয়ের সামনে পর্যটকের হত্যা

rising sylhet
rising sylhet
এপ্রিল ২৩, ২০২৩ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

কুয়াকাটা প্রতিনিধিঃ পটুয়াখালী কুয়াকাটার, হোটেল সোনার বাংলা (আবাসিক) থেকে রিপন বিশ্বাস (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। মৃত্যু রিপন যশোর চৌগাছা থানার মাধব চন্দ্র বিশ্বাসের ছেলে।

রবিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে দশটায় সোনার বাংলা হোটেলের ১০৫ নম্বর কক্ষ থেকে তার গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্ত্রীর সূত্রে জানা যায়, রিপন ঢাকার সাভারের আশুলিয়ায় বসবাস করেন। শুক্রবার তার ছোট স্ত্রী নুপুর বিশ্বাস কে নিয়ে কুয়াকাটায় ঘুরতে এসে আবাসিক হোটেল সোনার বাংলায় ওঠেন। শনিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে তার বড় স্ত্রীর সঙ্গে মুডোফোনে ঝগড়া হয়। পরে গভীর রাতে তিনি এবং তার স্ত্রী ঘুমিয়ে পরেন। সকালে ঘুম থেকে উঠে তার ছোট স্ত্রী তাকে ওড়না দিয়ে ওই কক্ষের জানালার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরে হোটেল কর্তৃপক্ষ ও পুলিশে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ সুরাতল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। তাদের অবিভাবক যশোর থেকে আসতেছে, আসারপর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।।

৭৬ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।