
রাইজিংসিলেট- হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বলাকীপুর গ্রামে বড় ভাইয়ের পালিয়ে বিয়ের ঘটনার জেরে ছোট ভাই সাদেকুজ্জামান সাদেক (১৮) নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্র ও পুলিশ।
স্থানীয়রা জানান, বলাকীপুর গ্রামের এনায়েত আহমেদ ও একই গ্রামের কলেজছাত্রী তাছনিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। প্রায় দুই মাস আগে তাঁরা পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেন। এ ঘটনায় তাছনিয়ার পরিবার ক্ষুব্ধ হয়ে ওঠে।
বুধবার সন্ধ্যায় সুযোগ পেয়ে তাছনিয়ার পরিবারের কয়েকজন এনায়েতের ছোট ভাই সাদেককে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তাঁর মৃত্যু হয়।
গ্রামের বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, দরিদ্র পরিবারের সন্তান এনায়েত সরকারি চাকরি পেয়েছিলেন দুই বছর আগে। সংসারের অভাব দূর করতে তিনি ছোট ভাই সাদেককে ইউরোপে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা।
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও তাছনিয়ার পরিবারের কোনো সদস্যের মন্তব্য পাওয়া যায়নি।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, বড় ভাইয়ের বিয়ের ঘটনায় প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে ছোট ভাইয়ের ওপর হামলা চালিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত চলছে।