ঢাকাশনিবার , ২৯ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বন্দরবাজারে তালহা রেস্ট হাউজে ডিবির অ ভি যা ন ৫ জন গ্রে ফ তা র

rising sylhet
rising sylhet
নভেম্বর ২৯, ২০২৫ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ads

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে বন্দরবাজার এলাকার তালহা রেস্ট হাউজে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে।

শনিবার (২৯ নভেম্বর ২০২৫) দুপুর ২টা ৫ মিনিটের দিকে কোতোয়ালী থানাধীন রেস্ট হাউজটিতে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হোটেলের বিভিন্ন কক্ষে অভিযান পরিচালনা করা হলে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় দুইজন পুরুষ ও তিনজন নারীকে আটক করা হয়।

এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তালহা রেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করে আসছিলেন মৌলভীবাজারের বাদেউবাহাটা গ্রামের হানিফ মিয়ার ছেলে আব্দুল আহাদ। কিছুদিন আগে হোটেলের মূল মালিকের কাছ থেকে এটি ভাড়া নেন বিক্রেশ চক্রবর্তী। পরে তিনি সাব-ভাড়া দেন আব্দুল আহাদের কাছে।

গ্রেফতারকৃতরা হলেন —সাদিক হোসেন (২৩)-সুলতানা খানম ঝুমা (১৯)-নাহিদ আহমেদ (২৪)-নাইমা (২০)-লিজা বেগম (৩৫) ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় নন-এফআইআর নং-৫৩৬, তারিখ ২৯ নভেম্বর ২০২৫, সিলেট মহানগর পুলিশ আইন ২০০৯-এর ৭৭ ধারায় মামলা রেকর্ড করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, বিক্রেশ চক্রবর্তী পূর্বে খালিঘাট এলাকায় ‘সোনালি হোটেল’ ভাড়া নিয়ে সেখানে ‘মিমি পতিতালয়’ নামে দীর্ঘদিন অসামাজিক কার্যকলাপ পরিচালনা করেন। পরে তিনি বন্দরবাজারের তালহা রেস্ট হাউজ নিজের নামে ভাড়া নিলেও পরিচালনার দায়িত্ব দেন আহাদকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।