বন্দর বাজার দিনের বেলা যানজট কম হলেও সন্ধ্যার পর থেকে দেখা দেয় তীব্র যানজট- ভিডিও সহ,সিলেট নগরীর বন্দর বাজার দিনের বেলা যানজট কম হলেও সন্ধ্যার পর থেকে দেখা দেয় তীব্র যানজট। সন্ধ্যার পর নতুন ব্রীজ থেকে বন্দর বাজার আসতে পড়তে হয় দীর্ঘ যানজটে।সরেজমিনে দেখা গেছে,মহাজনপট্টির সামন থেকে শুরু করে বন্দর পয়েন্ট পর্যন্ত পড়তে হয় যানজটে।
সন্ধ্যার পর থেকে হকাররা রাস্তা ও ফুটপাতে বিভিন্ন পণ্যের দোকান নিয়ে বসেন। বেশিরভাগ মার্কেটের গাড়ি পার্কিং করার জন্য সুব্যবস্থা না থাকার কারণে পণ্য কিনতে আশা ক্রেতা দোকানের বাহিরে রাস্তায় গাড়ি পার্কিং করে রাখেন দেখা দেয় যানজট।আইন থাকলেও হয় না প্রয়োগ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর না দিবার কারণে দিন দিন বেড়েই চলছে যানজট।
বন্দরবাজার থেকে শুরু করে নগরের বিভিন্ন এলাকায় দেখা যায় যানজট। জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, সুরমা মার্কেট, লামাবাজার, কাজলশাহ, মদিনা মার্কেট, নাইওরপুল, সোবহানীঘাট, ধোপাদিঘির পাড়, শিবগঞ্জ, উপশহর, মহাজনপট্টি, কালীঘাট, সিটি পয়েন্ট, কদমতলী ও ভার্তখলা এলাকায় তীব্র যানজটে যান চলাচল স্থবির হয়ে আছে। সকাল থেকেই থেমে থেমে এসব এলাকায় সৃষ্টি হয় যানজট। এতে নগরবাসীকে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়।
https://fb.watch/i2oJLv007P/