• ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বরইকান্দি এলাকায় সুরমা নদী থেকে মরদেহ উদ্ধার

risingsylhet.com
প্রকাশিত মার্চ ২৯, ২০২৩

দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকায় সুরমা নদী থেকে জান্নতুল নাঈম (৩০) নামের এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নাঈম সুনামগঞ্জের জনগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি এলাকার তারিফ মিয়ার ছেলে।

বুধবার(২৯ মার্চ) বিকলে দিকে রবইকান্দি এলাকার ৩নং রোডের পাশে নদী থেকে মরদেহটি উদ্ধার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
পুলিশের ধারণা-সোমবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে সুরমা নদীর ক্বীন ব্রিজের নিচে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া যুবকের মরদেহ।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা জানান, উদ্ধারকৃত নাঈম (৩০) সুরমা নদীর ক্বীন ব্রিজের নিচে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সেই ব্যাক্তি। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

১৩ বার পড়া হয়েছে।