• ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বরাট জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শীতাবস্ত্র বিতরণ

risingsylhet.com
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৩

বরাট জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শীতাবস্ত্র বিতরণ,রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী বরাট চৌধুরী আব্দুল হামিদ একাডেমীতে বরাট জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীত বস্ত্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

শনিবার ১৪ই জানুয়ারি সকাল ১০টায় বরাট চৌধুরী আব্দুল হামিদ একাডেমীতে বরাট জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বরাট জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার নেসারুল হকের সভাপতিত্বে ও বরাট জনকল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান জিন্নার সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী ১ আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকৌশলী আজহারুল ইসলাম ব্যবস্থাপনা পরিচালক ওজোপাডিকো,খুলনা,রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তফা মুন্সি, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেনসহ আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন সমাজ সেবার স্থানীয় ব্যক্তিগণ।

বার পড়া হয়েছে।