ঢাকামঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরের গাড়ি ধানখেতে

rising sylhet
rising sylhet
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বরের গাড়ি ধানখেতে।

সিলেটে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন একটি বরের গাড়িকে ধাক্কা দিয়েছে। ট্রেনের ধাক্কায় বিয়ের জন্য সাজানো প্রাইভেটকারটি প্রায় ৩০ ফুট দূরে ধানখেতে গিয়ে পড়ে। এতে গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারের চালককে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর তার পরিবারের লোকজন তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন।

পুলিশ জানায়, বরকে নিয়ে যাওয়ার জন্য প্রাইভেটকার সাজিয়ে চালক একাই সেটি নিয়ে যাচ্ছিলেন বরের বাড়িতে। ফেঞ্চুগঞ্জ রেলক্রসিংয়ে ওঠার সঙ্গে সঙ্গে প্রাইভেটকারের স্টার্ট হঠাৎ বন্ধ হয়ে যায়। এ সময় চালক বারবার স্টার্ট দিয়ে চালুর চেষ্টা করছিলেন। কিন্তু গাড়ি চালু হচ্ছিল না। এ সময় সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছাড়া পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন দ্রুতগতিতে এসে প্রাইভেটকারকে ধাক্কা দিলে সেটি পার্শ্ববর্তী একটি ধানখেতে গিয়ে পড়ে। এ ঘটনায় গুরুতর আহত হন গাড়ির চালক। দুমড়েমুচড়ে যায় গাড়িটি।

৪৬ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।