ঢাকাশুক্রবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শাবিপ্রবি’র ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে

rising sylhet
rising sylhet
ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রশাসনিক ভবন-১ এর সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ দিবস সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, দপ্তর প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা।

এর পর আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক  প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবন-১ এ এসে সমাবেশে মিলিত হয়। পরে বেলুন উড়ানো এবং কেক কাটার মাধ্যমে ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন উপাচার্য।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকালে বিশ্ববিদ্যালয় দিবসের শুভেচ্ছা জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, আজকে সত্যিই একটি আনন্দের দিন। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যাদের অবদান রয়েছে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলা হবে। সেজন্য সবার সহযোগিতাতা কামনা করছি। শাবিপ্রবিকে শিক্ষা ও গবেষণা ইউনিভার্সিটি হিসেবে গড়ে তোলা হবে বলেও আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য, স্বাধীনতা পরবর্তী উচ্চ শিক্ষার স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠান হিসেবে দুটি পাতার একটি কুঁড়ির দেশ  সিলেটের পুণ্যভ‚মিতে ৩২০ একর জায়গা নিয়ে ১৯৯১ সালের ১৪ ফেব্রুয়ারি তিনটি বিভাগে ১৩ জন শিক্ষক ও ২০৫ জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হয়।

বর্তমানে বিশ্ববিদ্যালয়টির ৭টি অনুষদের অধীনে ২৮ টি বিভাগ, ২টি ইনস্টিটিউশন, ৪টি অনুমোদিত (অ্যাফিলিয়েটেড) মেডিকেল কলেজ এবং ১টি অনুমোদিত  ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। আজ তিন দশকের বেশি সময়ে পাঁচ শতাধিক শিক্ষক ও বার হাজারের বেশি ছাত্রছাত্রী নিয়ে এক মহীরুহে পরিণত হয়েছে শাবিপ্রবি।

৭৯ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।