আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সিলেটের পাঠকনন্দিত ‘দৈনিক জাগ্রত সিলেট’-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন সিলেটের বিভিন্ন ক্ষেত্রের বরেণ্য ব্যক্তিরা। তাদের খÐ খÐ আড্ডা, শুভেচ্ছা বক্তব্য, শুভ কামনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত হয়ে উঠেছিল মিলনায়তন। ফুলেল শুভেচ্ছা ও পত্রিকার দীর্ঘায়ু কামনা করেছেন তাঁরা। প্রশংসা করেছেন পত্রিকার নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার।
খুব অল্প সময়ে সিলেটের সর্বস্তরের মানুষের স্থানীয় দৈনিক জাগ্রত সিলেট তৃতীয় বর্ষ পেরিয়ে চতুর্থ বর্ষে পা ফেলল সোমবার। দিনটিকে স্মরণীয় করে রাখতে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানমালার। বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যে ছিল কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল ৪টায় দৈনিক জাগ্রত সিলেট সম্পাদক শেখ মোর্শেদ আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে সুশোভিত কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। রাত ৯টা পর্যন্ত চলে এ আয়োজন।
অতিথিদের মধ্যে ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ টি এম এ হাসান জেবুল, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও আসন্ন সিসিক নির্বাচনে মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, সাবেক সভাপতি আল-আজাদ, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আল আসলাম মুমিন, সিলেট মহানগর শ্রমিকলীগের সহ-সভাপতি ও ঘাতক দালাল নির্মূল কমিটির সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ছাদিকুর রহমান ছাদিক, বিশিষ্ট জুয়েলার্স ব্যবসায়ী হুছনুর মো. আনিসুল হক চৌধুরীসহ রাজনীতিক, সংস্কৃতজন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের বরেণ্য ব্যক্তিত্বরা।
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানাতে এসেছিলেন জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার শ্যামল বণিক, সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাঈদ চৌধুরী টিপু, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, সিলেট প্রতিদিনের সম্পাদক সাজলু লস্কর, সিলেট জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মিঠু দাশ জয়, মাইটিভির সিলেট প্রতিনিধি মৃণাল কান্তি দাশ, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য আনোয়ার হোসেন, দৈনিক উত্তরপূর্ব’র সহ-সম্পাদক ফয়জুল আহমদ, দৈনিক ভোরের ডাক-এর সিলেট প্রতিনিধি আব্দুল হান্নান, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ইকবাল হোসাইন, সিলেট জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিক লীগের কার্যকরি কমিটির সভাপতি কিবরিয়া আহমদ অপু, লেখক ও কলামিস্ট পিযুষ চক্রবর্তী, কোম্পানীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দিলোয়ার মাহমুদ রিপন, কোম্পানীগঞ্জের পশ্চিম ইসলামপুর ইউপির সদস্য লিটন আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য তজব আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রুবেল আহমদ, কোম্পানীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী রাসেল আহমদ, লায়েক আহমদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম, দৈনিক যুগান্তরের কোম্পানীগঞ্জ প্রতিনিধি সোহরাব আহমদ, এনটিভি ইউরোপ ও দৈনিক সিলেট মিররের কোম্পানীগঞ্জ প্রতিনিধি কবির আহমদ, হযরত গাজী শাহ (রহ.) মাজারের মোতাওয়াল্লি ও সাংবাদিক ইসলাম আলী, লেখক শাহারিয়ার আহমদ তপু, সিলেট কর্মসংস্থান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কামরান হোসেন দ্বারা প্রমুখ। তাছাড়াও শুভেচ্ছা জানাতে এসেছিলেন পেশাজীবী, প্রিন্ট, ভিজ্যুয়াল মিডিয়া ও অনলাইন সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। বর্ষপূর্তির অনুষ্ঠানে জাগ্রত সিলেট পরিবারের সদস্যরা আগত অতিথিদের ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক জাগ্রত সিলেট সম্পাদক শেখ মোর্শেদ। স্বাগত বক্তব্যে তিনি বলেন, অনেক প্রতিকূলতা ও শত বাধা ডিঙিয়ে স্বগৌরবে দৈনিক জাগ্রত সিলেট এগিয়ে যাচ্ছে। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষতাকে প্রাধান্য দিয়ে সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে জাগ্রত সিলেট পাঠক প্রিয়তা পেয়েছে। আমাদের এ যাত্রায় যারা সঙ্গী হয়েছেন তাদের প্রতি চির কৃতজ্ঞ। ভবিষ্যতেও সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এসময় আমন্ত্রিত অতিথিদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দৈনিক জাগ্রত সিলেট অনেকদূর এগিয়ে গেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে এ যাত্রা অব্যাহত রাখতে হবে। একই সাথে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এটিএমএ হাসান জেবুল বলেন, নিরপেক্ষ সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করে খুব অল্প সময়ে জাগ্রত সিলেট সকল শ্রেণির মানুষের আস্থা অর্জন করতে পেরেছে। অদূর ভবিষ্যতে পত্রিকাটি সিলেটে শীর্ষ স্থানে পৌঁছাবে বলে প্রত্যাশা ব্যক্ত করছি।
যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, যারা পত্রিকা সম্পাদনা ও প্রকাশনা করেন তারা পরিবারের সদস্যদের সময় দিতে পারেন না। শুধুমাত্র সমাজের মানুষকে নিয়ে কাজ করতে গিয়ে পরিবারকে অনেক কিছু থেকে বঞ্চিত রাখতে হয়। যার কারণেই সাংবাদিকরা আমাদের গর্ব, আমাদের অহংকার। জাগ্রত সিলেটের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সিলেটের সংবাদপত্র জগতে উজ্জ্বল দৃষ্টান্ত। পত্রিকাটি আরও বহুদূর এগিয়ে যাবে বলে মনে করি।
সিলেট মহানগর বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, সিলেটের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জাগ্রত সিলেট কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করছি। একই সাথে তিনি পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী বলেন, তিন বছর একটি পত্রিকা সম্পাদনা করা অনেক বড় বিষয়। যারা সম্পাদনা করছেন তারা জানেন কতটা ত্যাগ শিকার করতে হচ্ছে। জাগ্রত সিলেট পত্রিকাটি সিলেটের অনেক পত্রিকার তুলনায় এগিয়ে। সিলেটের উন্নয়নে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করছি।
সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ বলেন, দৈনিক জাগ্রত সিলেট অনেক সাহসিকতার সাথে এগিয়ে যাচ্ছে। সিলেটের প্রতিটি বিষয়কে গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশন করছে। বিশেষ করে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে পত্রিকায় কর্মরত সাংবাদিকরা অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছেন। এ যাত্রা অব্যাহত থাকলে জাগ্রত সিলেট বহুদূর এগিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।
সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এমএ হান্নান বলেন, পত্রিকাটি সূচনালগ্ন থেকে আমি দেখছি। কোনো বিশেষ ব্যক্তি বা প্রতিষ্ঠানের হয়ে জাগ্রত সিলেট কাজ করছে না। সকল শ্রেণি পেশার মানুষের চাহিদাকে সমানভাবে গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশন করছে। আমি জাগ্রত সিলেটের সমৃদ্ধি কামনা করছি।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুভ‚তি ব্যক্ত করেন দৈনিক জাগ্রত সিলেট-এর উপ সম্পাদক মোহাম্মদ সফাত উল্লাহ, সহকারী সম্পাদক জহির রায়হান, বার্তা সম্পাদক রাজীব রাসেল, প্রধান প্রতিবেদক আহমেদ জামিল, নিজস্ব প্রতিবেদক রাহিয়া রাহি, নিজস্ব প্রতিবেদক ও ঢাকা বিশ^বিদ্যালয় শিক্ষার্থী রাজীবুল ইসলাম সোহাগ, নিজস্ব প্রতিবেদক নিউটি সরকার, কম্পিউটার ইনচার্জ মুহাম্মদ মিজানুর রহমান।
কেক কাটা, আলোচনাসভা ও শুভেচ্ছা বিনিময় শেষে সন্ধ্যায় শুরু হয় সাংস্কৃতিক পর্ব। এ পর্বে সিলেটের স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। আমন্ত্রিত অতিথিরা মনোমুগ্ধকর এ পর্ব উপভোগ করেন।