বলাউরা এলাকায় বন্যার্তদের মাঝে সুরমা বয়েজ ক্লাবের খাবার বিতরণ

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে বন্যাকবলিত অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ জুন) বিকাল ৪টায় সিলেট শহরতলীর টুকেরবাজার বলাউরা এলাকায় ৩ শতাধিক বন্যার্ত অসহায় মানুষের মাঝে এই খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণকালে বক্তারা বলেন, বন্যায় মানুষের জন-জীবন বিপর্যস্ত। অনাহারে-অর্ধাহারে বন্যার্তরা দিন কাটাচ্ছেন। বক্তারা বলেন, সুরমা বয়েজ ক্লাব সব সময় অসহায় মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। এসব কাজের ধারাবাহিকতায় বন্যা কবলিত এলাকায় কষ্টপীড়িত পানিবন্দি মানুষদের মধ্যে খাবার বিতরণ করে যাচ্ছি। অসহায় মানুষের পাশে সুরমা বয়েজ ক্লাবের মতো সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন,সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, সহ-সভাপতি গোপাল বাহাদুর, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, অর্ণব বাহাদুর, ববি বাহাদুর, তুষার বাহাদুর, জিহান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি