ওয়ানডে সিরিজে টিকে থাকতে আজ দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশ দলের সামনে। প্রথম ম্যাচে হার দিয়ে ওয়ানডেতে টানা সাত ম্যাচের পরাজয়ে থাকা টাইগাররা আজ মুখোমুখি হবে শ্রীলঙ্কার বিপক্ষে।
তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই ব্যক্তিগত কারণে লন্ডনে গেছেন প্রধান কোচ ফিল সিমন্স। তার অনুপস্থিতিতে আজ দলের দায়িত্বে থাকবেন সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। যাওয়ার আগে সিমন্স বার্তা দিয়ে গেছেন, “যারা থিতু হবে, তাদের ইনিংস বড় করতে হবে।”
প্রথম ম্যাচে মাত্র ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারানো ব্যাটিং বিপর্যয় প্রমাণ করে, শ্রীলঙ্কার স্পিনার হাসারাঙ্গা ও কামিন্দু মেন্ডিস বড় হুমকি হয়ে উঠতে পারেন।
এদিকে, টানা খারাপ ফর্মে থাকা লিটন দাস অনুশীলনে না থাকায় আজ একাদশে তার থাকা অনিশ্চিত। তবে জ্বর কাটিয়ে সুস্থ হওয়া রিশাদ হোসেনের দলে ফেরার সম্ভাবনা রয়েছে।
শ্রীলঙ্কা প্রথম ম্যাচে জয় পেলেও স্বাগতিক কোচ সনাৎ জয়াসুরিয়া জানিয়েছেন, বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না তারা। প্রেমাদাসা স্টেডিয়ামে আজকের ম্যাচ বাংলাদেশের জন্য বাঁচা-মরার, আর শ্রীলঙ্কার জন্য সিরিজ নিশ্চিত করার লড়াই।