ঢাকাশনিবার , ১১ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে অনুপ্রবেশের সময় শিশুসহ ৫৮ মিয়ানমারের নাগরিককে আটক

rising sylhet
rising sylhet
জানুয়ারি ১১, ২০২৫ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশে অনুপ্রবেশের সময় শিশুসহ ৫৮ মিয়ানমারের নাগরিককে আটক করেছে বিজিবি। এ সময় দালাল চক্রের পাঁচ সদস্যকেও আটক করা হয়।

শনিবার (১১ জানুয়ারি) ভোরে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচিরমুখ এলাকা থেকে তাদের আটক করা হয়।

স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের বুচিরমুখ এলাকায় অভিযান চালায় বিজিবি। অভিযানে বাংলাদেশে অনুপ্রবেশকালে ১২ জন পুরুষ, ১০ জন মহিলা, ৩৭ শিশুসহ আটক করা হয়। এ সময় পাঁচ দালালকেও আটক করা হয়। একইসঙ্গে তাদের ব্যবহৃত একটি ডাম্প ট্রাক, একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটক দালালরা হলেন—উপজেলার দক্ষিণ নয়াপাড়া এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে মো. আরিফুল ইসলাম (২৫), একই এলাকার মৃত মো. সোনা মিয়ার ছেলে জালাল উদ্দিন (২৭), বাজারপাড়া এলাকার মো. আব্দুর রহিমের ছেলে মো. নজরুল ইসলাম (৪০), চৈক্ষ্যং ইউপির আলী মেম্বার পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে মো. আবু হুজাইফা (৩২) ও খুইল্যা চেয়ারম্যান পাড়া এলাকার মৃত আনু মিয়ার ছেলে মো. খোরশেদ আলম (৫৭)।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন গণমাধ্যমকে জানান, আটক মিয়ানমারের নাগরিকদের পুশবেক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।