raising sylhet
ঢাকাসোমবার , ১২ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল

rising sylhet
rising sylhet
ফেব্রুয়ারি ১২, ২০২৪ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

আগামী ১ মার্চ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। বিপিএলের কারণে লঙ্কানদের বাংলাদেশ সফর পিছিয়েছে, তবে সিরিজের ম্যাচসংখ্যা কমেনি। মিরপুরে কোনো খেলা রাখা হয়নি, সিরিজটির সবগুলো ম্যাচ সিলেট ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

এবারের সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি এবং ওয়ানডের পর দুটি টেস্ট খেলবে শ্রীলঙ্কা। টেস্ট ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ বলে জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১ মার্চ ঢাকা পৌঁছেই সিলেট চলে যাবে শ্রীলঙ্কা। ৪ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি। পরের দুটি ম্যাচ ৬ ও ৯ মার্চ একই ভেন্যুতে হবে। প্রথম দুই টি-টোয়েন্টি শুরু হবে সন্ধ্যা ৬টায়, তৃতীয় ম্যাচটি মাঠে গড়াবে দুপুর ৩টায়।

Advertisements

ওয়ানডে সিরিজ শেষে আবারও সিলেট যাবে দুই দল। সেখানে ২২ মার্চ মাঠে গড়াবে প্রথম টেস্ট। এরপর বাংলাদেশ ও শ্রীলঙ্কা দ্বিতীয়বারের মতো যাবে চট্টগ্রামে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে ৩০ মার্চ।

টি-টোয়েন্টি সিরিজ শেষে চট্টগ্রামে যাবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৩ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে পরের দুই ওয়ানডে হবে ১৫ ও ১৮ মার্চ। প্রথম দুই ওয়ানডে হবে দিবারাত্রির, শুরু হবে দুপুর আড়াটায়। তৃতীয় ম্যাচটি দিনে হবে, খেলা শুরু হবে সকাল ১০টায়।

১০১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।