raising sylhet
ঢাকাবৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে মুক্তি পাচ্ছে না ‘পুষ্পা ২

rising sylhet
rising sylhet
নভেম্বর ২১, ২০২৪ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণী চিত্রনায়ক আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ সিনেমাটি ২০২১ সালে মুক্তি পায় । মুক্তির পরেই এটি রচনা করে নতুন এক ইতিহাস। তখন শুধু ভারত নয় গোটা বিশ্বই ভোগে পুষ্পাজ্বরে। এরপর থেকে কেবলই অপেক্ষা, কবে আসবে সিনেমার দ্বিতীয় কিস্তি।

সিনেমাটির দ্বিতীয় কিস্তি, অর্থাৎ ‘পুষ্পা ২ : দ্য রুল’ মুক্তি পাবে আগামী ৫ ডিসেম্বর।তিন বছর বিরতির পর আসছে দ্বিতীয় কিস্তি নিয়ে আসছেন পরিচালক সুকুমার। তবে ভক্তদের জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ- বাংলাদেশে মুক্তি পাচ্ছে না বহুল আলোচিত এই সিনেমা। কিন্তু কেন?

এই নির্মাতার পরিচালনায় ‘দরদ’ মুক্তি পেয়েছে গেল সপ্তাহে। তিনি বলেন, আমি এখন ‘দরদ’ নিয়েই ব্যস্ত। আগামী সপ্তাহে ভারতে মুক্তি পাবে। সেখানে থাকতে হবে আমাকে। প্রচারণায়ও সময় দিতে হবে। ফলে অন্য ছবি আমদানি করা বা মুক্তি দেওয়ার মতো সময় আমার হাতে নেই।

বাংলাদেশের প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কয়েক মাস আগে ‘পুষ্পা ২—দ্য রুল’ বাংলাদেশে মুক্তি দেয়ার ঘোষণা দেয়ার পর থেকে দর্শক দেখার জন্য মুখিয়ে ছিলেন। তবে এখন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন বলছেন, সিনেমাটি আপাতত আমদানি করছে না তার প্রতিষ্ঠান।

ভারতীয় কিছু কিছু ছবি আমদানি করে জাজ মাল্টিমিডিয়াও। তবে ‘পুষ্পা ২-দ্য রুল’ তারাও আনছেন না, নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ।

আজিজ বলেন, ‘পুষ্পা ২-দ্য রুল’ বড় বাজেটের ছবি। এই ছবি আমদানি করতে গেলে যে টাকা লগ্নি করতে হবে সেটা তুলে আনার মতো পরিবেশ এখন নেই। তাই আমরা ছবিটি আনার ব্যাপারে কিছুই ভাবছি না।

এর আগে ‘ভুল ভুলাইয়া ৩’ আমদানি করেও দেশে মুক্তি দিতে পারেননি অভি। কারণ এখনো সেন্সর ছাড়পত্রই পাননি। ফলে বাংলাদেশে ‘পুষ্পা ২-দ্য রুল’ যে মুক্তি পাচ্ছে না, সেটা বলার আর অপেক্ষা রাখে না।

Advertisements

দুই সপ্তাহ আগে দি অভি কথাচিত্র বাংলাদেশে মুক্তি দিয়েছিল বলিউডের ‘স্ত্রী ২’। এই প্রতিষ্ঠানের কর্ণধার জাহিদ হাসান অভিও ‘পুষ্পা ২-দ্য রুল’ আমদানির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন।

এদিকে মুক্তির আগেই এটি ঘরে তুলেছে ১ হাজার কোটি রুপি! একাধিক ভারতীয় গণমাধ্যম এমনটাই জানাচ্ছে।

জানা গেছে, ৫০০ কোটি টাকা বাজেটে নির্মিত হয়েছে ‘পুষ্পা ২’। কিন্তু মুক্তির আগেই এই ছবির প্রযোজনা সংস্থা দ্বিগুণ টাকার ব্যবসা করেছে। ছবিটির প্রমোশন করেই এসেছে ১০০০ কোটি রুপি। নেটিজেনদের ভাষ্যমতে, মুক্তির আগেই এই ছবি ব্লকবাস্টার!

এদিকে এই ছবির ওটিটি, স্যাটেলাইট ও মিউজিক বিক্রি করা হয়েছে মোট ৪২৫ কোটি রুপিতে। তবে কোন ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি আসবে, তা এখনও জানা যায়নি। জানা যায়, সেই নির্দিষ্ট ওটিটি প্ল্যাটফর্ম এই ছবি কিনে নিয়েছে ২৭৫ কোটি রুপিতে। আর মিউজিক বিক্রি করা হয়েছে ৬৫ কোটি রুপি। এ ছাড়াও ৮৫ কোটি রুপিতে বিক্রি করা হয়েছে ছবিটির স্যাটেলাইট রাইটস।

এক সমীক্ষা অনুযায়ী, সিনেমা হলে ‘পুষ্পা ২’ মুক্তি পাবে বিভিন্ন ভাষায়। সেগুলো বিক্রি করেই এখন পর্যন্ত নির্মাতা-প্রযোজকরা ৬৬০ কোটি রুপির ব্যবসা করেছেন। এর মধ্যে ছবিটির তেলুগু ভাষার সংস্করণ বিক্রি করে জমা হয়েছে ২২০ কোটি রুপি। হিন্দি ও তামিল ভাষায় যথাক্রমে ২০০ ও ৫০ কোটি রুপি। এখানেই শেষ নয়, আন্তর্জাতিক মুক্তির ক্ষেত্রে ইংরেজি সংস্করণ বিক্রি হয়েছে ১৪০ কোটি রুপি।

এই হিসাব সামনে আসার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে হইচই পড়ে গেছে। আল্লুর অনুরাগীরা বলছে, এখনও পর্যন্ত কোনো ভারতীয় ছবি নাকি মুক্তির আগে ‘পুষ্পা ২’র মতো ব্যবসা করতে পারেনি।

৪৩ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।