বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম সিলেট জেলার আয়োজনে ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ শিক্ষার্থী ক্যাডেটদের ও ময়নামতি রেজিমেন্টের বার্ষিক প্রশিক্ষণে ক্যাডেট আন্ডার অফিসার পদে পদোন্নতি প্রাপ্তদের সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) বাদ আছর সরকারি মদন মোহন কলেজ প্লাটুনে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) সিলেট জেলার আহবায়ক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মো. সারওয়ার আলম মিতুন এর সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ তোফায়েল আহমদ সেপুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখনে ৭ ময়নামতি রেজিমেন্টের ব্যাটালিয়ান কমান্ডার ক্যাপ্টেন ড. তোফায়েল আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আঞ্চলিক মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক সাইফুল ইসলাম, মদন মোহন কলেজ প্লাটুন সিলেটের প্লাটুন কামান্ডার লে: মো: মনিরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও প্রাক্তন ক্যাডেট মো. রিমাদ আহমদ রুবেল, প্রাক্তন ক্যাডেট আন্ডার অফিসার ও বিওয়াইসিএফ সিলেট জেলার যুগ্ম আহবায়ক এবিএম এনায়েত হুসেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রহিমা আক্তার, আমিনুল ইসলাম, মো. এহিয়া, এনাম আহমদ, রাজু আহমদ, আতিকুর রহমান, শামিম আহমদ, আনিছুর রহমান সরকার, শাফি আহমদ, জনি মিয়া, বাপ্পি মোহাম্মদ, ক্যাডেট আন্ডার অফিসার শুভ চৌধুরী, ক্যাডেট আন্ডার অফিসার সজীব আহমদ, ক্যাডেট আন্ডার অফিসার জয়া বেগম, ক্যাডেট আন্ডার অফিসার আহসান উল্লাসে, ক্যাডেট আন্ডার অফিসার রামিম সিকদার, সার্জেন্ট মেহরিন তালুকদার দিয়া, কর্পোরাল সায়রা বেগম, কর্পোরাল সিয়াম, কর্পোরাল জাহিদুল, কর্পোরাল মোস্তফা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. সাফিউল আলম।
প্রধান অতিথির বক্তব্যে ড. তোফায়েল আহমদ বলেন, বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম প্রতিষ্ঠালগ্ন থেকে আর্ত মানবতার সেবায় কাজ করে চলছে। তারা দেশের দূর্যোগ মুহূর্তে নিজেকে দেশের কাজে নিয়োজিত রাখে। তারা ক্যাডেটদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শাহ মুজিবুল হকের নেতৃত্বে সারা দেশে তাদের কার্যক্রম চলমান আছে।