ঢাকাশনিবার , ২১ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের সিলেট বিভাগীয় কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ২১, ২০২৪ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের সিলেট বিভাগীয় কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ।

ধর্ম, আক্বিদা, রাজনৈতিক মতাদর্শের বিষয়গুলো নিজেদের মধ্যে চর্চা করুন, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়গুলোতে বিশ্বের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন এই শ্লোগানকে সামনে রেখে বিশ্বের নির্যাতিত-নিপীড়িত মানুষের পক্ষে কাজ করার জন্য বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের সিলেট বিভাগীয় কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলোমন হলে এ সভার আয়োজন করা হয়।

আলোকচিত্র শিল্পী ফোজিত শেখ বাবু এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের সভাপতি ও ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাঃ এস এম সরওয়ার। সাংবাদিক এমদাদুর চৌধুরী জিয়া’র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলমগীর, পরিষদের সহ-সভাপতি ও কবি সৈয়দ ইসমাইল হোসেন জনি, পরিষদের সাংগঠনিক সম্পাদক মনজুরুল ইসলাম মঞ্জু, বাংলাদেশ ইসলামী সমন্বয় যুব পরিষদের সভাপতি মোহাম্মদ তানভীর হাসান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন, বাংলাদেশ ইসলামী সমন্বয় ছাত্র পরিষদের সভাপতি মোহাম্মদ ফুয়াদ হাসান, সাধারণ সম্পাদক মোহাম্মদ জসীম উদ্দিন, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাংবাদিক রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জুমান আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়ছল, সদস্য হাবিবা আক্তার প্রমুখ।

৬৪ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।