বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট শাখার ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৩১ ডিসেম্বর) শনিবার রাতে নগরীর আম্বরখানাস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে এই বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়।
বার্ষিক সাধারণ সভায় সংগঠনের চেয়ারম্যান এ.এস.এম.জি কিবরিয়া বলেন, সব ব্যবসায়ীরা একসাথে মিলেমিশে ব্যবসা পরিচালনা করলে যেকোন ধরণের সমস্যা সমাধান করা যায়। তাই সবাইকে সংগঠনের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট শাখার সাথে যারা জড়িত রয়েছেন সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। তাহলে সংগঠনটিকে আরো গতিশীল করতে সম্ভব হবে। কেউ বিপদে পরলে সংগঠনের মাধ্যমেই সমাধান করা যায়।
সভায় উপস্থিত ছিলেন- সংগঠনের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, সেক্রেটারি মো: সুলায়মান আহসান তানভির, জয়েন্ট সেক্রেটারি মোতাহির উল্লাহ, কোষাধ্যক্ষ মো: মোসনুল করিম চৌধুরী, কার্যনির্বাহী সদস্য আহমদ শফিকুল হাসান, মালেক আহমদ চৌধুরী সহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ। বিজ্ঞপ্তি