• ১২ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

risingsylhet.com
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৩
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন নিয়ে মামলার রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মহিপালে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, অবৈধ নীতিভ্রষ্ট রায়ের মাধ্যমে সরকার জামায়াতে ইসলামীকে নির্বাচন থেকে দূরে রাখছে।

ফেনী জেলা জামায়াতের আমির এ কে এম সামসুদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে সাবেক সেক্রেটারি অধ্যাপক আবু ইউসুফ, ফেনী শহর জামায়াতের আমীর মোহাম্মদ ইলিয়াস, সেক্রেটারি আনম আব্দুর রহিম এবং শহর ও সদর উপজেলা জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জন্য সরকারকে কঠিন জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

৪৪ বার পড়া হয়েছে।