raising sylhet
ঢাকামঙ্গলবার , ২১ নভেম্বর ২০২৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

rising sylhet
rising sylhet
নভেম্বর ২১, ২০২৩ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন নিয়ে মামলার রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মহিপালে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, অবৈধ নীতিভ্রষ্ট রায়ের মাধ্যমে সরকার জামায়াতে ইসলামীকে নির্বাচন থেকে দূরে রাখছে।

ফেনী জেলা জামায়াতের আমির এ কে এম সামসুদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে সাবেক সেক্রেটারি অধ্যাপক আবু ইউসুফ, ফেনী শহর জামায়াতের আমীর মোহাম্মদ ইলিয়াস, সেক্রেটারি আনম আব্দুর রহিম এবং শহর ও সদর উপজেলা জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জন্য সরকারকে কঠিন জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

১৫২ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।