ছাতক প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উদ্যোগে জনশক্তি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে কালারুকা পয়েন্টে সামসু রহমানের সভাপতিত্বে ও মাস্টার ইসলাম উদ্দিন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এডভোকেট রেজাউল করিম তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলাম এর ছাতক উপজেলা আমীর মাওলানা আকবর আলী, ছাতক পৌর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ, ছাতক উপজেলা সেক্রেটারী হাফেজ জাকির হোসাইন, কালারুকা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার আফিজ আলী, সমাজসেবি নজমুল হোসেন, ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি মাওলানা জুবায়ের আহমদ, স্বাগত বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আবদুল হক, ছাত্রশিবির ছাতক উত্তর সাথী শাখার সভাপতি রবিউল ইসলাম, ৯নং ওয়ার্ড সভাপতি মাসুক আলী, ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আফতাব আলী, ১নং ওয়ার্ড সভাপতি ইসমাইল হোসেন।
উপস্থিত ছিলেন মাওলানা ফখর উদ্দিন, হাফেজ আলিমুদ্দিন, ফারুকুজ্জামান, আলিম উদ্দিন, মাওলানা বদরুল আলম, আবদুল মোতালিব, জাহাঙ্গীর আলম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা শামীম আহমদ।