ঢাকাবুধবার , ১২ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কর্মীসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

rising sylhet
rising sylhet
মার্চ ১২, ২০২৫ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল আলিম,সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ “আল্লাহুর আইন চাই, সৎ লোকের শাসন চাই” স্লোগানে নওগাঁর সাপাহার তিলনা ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কর্মীসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১২ মার্চ (বুধবার) বিকেল ৩ টার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার উপজেলা তিলনা ইউনিয়ন শাখার উদ্যোগে তিলনা উচ্চ বিদ্যালয় মাঠে কর্মীসভা ও ইফতার মাহফিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী তিলনা ইউনিয়নের সভাপতি সাবেক অধ্যক্ষ ময়েজ উদ্দিন আনসারী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ইসলাম ও তাকওয়ার উপর বিশেষ গুরুত্ব আরোপ রেখে এবং নেতা কর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সাপাহার আল হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৬ নওগাঁ ১ সাপাহার, পোরশা, ও নিয়ামতপুর আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত (এমপি) পদপ্রার্থী মো: মাহবুবুল আলম।

বাংলাদেশ জামায়াতে ইসলামী তিলনা ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসরাফিল আলম এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার উপজেলা শাখার আমির আবুল খায়ের (তরুণ), সাধারণ সম্পাদক মাসুদ রানা,সাপাহার আল হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের ইংরেজি প্রভাষক সাদেকুল ইসলাম ও মিজানুর রহমান প্রমুখ।

জামায়াতে ইসলামী’র উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকগণ উপস্থিত ছিলেন।

৪৯ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।