রাইজিংসিলেট : বাংলাদেশ নারী ফুটবল দলের ইতিহাস গড়া অর্জনে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা- ২০২৬ সালের এশিয়ান কাপের মূল পর্বে প্রথমবারের মতো জায়গা করে নেওয়ার অসাধারণ সাফল্যে বাংলাদেশ নারী ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, এই অর্জন শুধুমাত্র নারী ক্রীড়ার নয়, বরং এটি গোটা জাতির জন্য গর্বের বিষয়। তিনি উল্লেখ করেন, “এটি আমাদের দেশের সম্ভাবনা, প্রতিভা এবং অদম্য চেতনার প্রতিফলন।”
প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, এ অর্জন আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সম্মান ও অবস্থান আরও সুদৃঢ় করবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।