ঢাকাসোমবার , ২৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ নারী ফুটবল দল থাইল্যান্ড সফরে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে

rising sylhet
rising sylhet
অক্টোবর ২৭, ২০২৫ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ads

বাংলাদেশ নারী ফুটবল দল ২০২৬ এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে থাইল্যান্ড সফরে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে । সিরিজের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলে হেরে গিয়েছিল আফঈদা খন্দকাররা।

প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে নিতে গত কয়েক দিন ধরে কঠোর অনুশীলন করেছেন কোচ পিটার বাটলার। বিশেষ করে কৌশল ও সেটপিসে দিয়েছেন বাড়তি নজর। দলের সামগ্রিক পারফরম্যান্সে আশাবাদী বাটলার জানিয়েছেন, মেয়েরা লড়াকু মনোভাব নিয়ে ঘুরে দাঁড়াতে প্রস্তুত।

বাটলার বলেন, দলে অনেক পরিবর্তন এসেছে। আগের ম্যাচে মেয়েরা যেভাবে খেলেছে, তাতে আমার কোনো সমস্যা নেই। কিছু ভুল ছিল, সেগুলো নিয়ে কাজ করেছি। তারা ভালো ফুটবল খেলছে। তবে আমাদের প্রত্যাশা আরও বেশি। কিছু ফুটবলার সেরাটা দিতে পারেনি, কিন্তু আমি জানি তারা ঘুরে দাঁড়াবে।

সোমবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৫টায় ব্যাংককে শুরু হবে দ্বিতীয় ও শেষ ম্যাচটি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়, ব্যাংককের চুলালংকর্ন ইউনিভার্সিটি স্টেডিয়ামে।

বাংলাদেশের তুলনায় র‌্যাঙ্কিংয়ে ৫১ ধাপ এগিয়ে থাইল্যান্ড অনেক বেশি শক্তিশালী প্রতিপক্ষ। প্রথম ম্যাচেই সেটার প্রমাণ মিলেছে। তবে কোচ বাটলার জয়ের চেয়ে ভালো ফুটবল খেলাকেই লক্ষ্য হিসেবে দেখছেন।

বলেন, এই সিরিজের আগে শেষবার যখন বাংলাদেশ থাইল্যান্ডের মুখোমুখি হয়েছিল, তখন আমরা ৯ গোল হজম করেছিলাম। তাই বাস্তবতা মেনে চলতে হবে। আমরা এখনো তাদের পর্যায়ের ফুটবল খেলি না। তাদের বেঞ্চের দিকেও তাকান, পুরো একটা টিম পাওয়া যাবে যারা আমাদের থেকেও শক্তিশালী। জয় সবাই চায়, আমিও চাই। তবে আমাদের লক্ষ্য জয়ের চেয়ে ভালো ফুটবল খেলা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।