আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিণিধি: ” শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অপরিহার্য” এই স্লোগান কে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাপাহার উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাপাহার উপজেলা শাখার আয়োজনে দ্বি-বার্ষিক সম্মিলন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সাপাহার উপজেলা শাখার সভাপতি সাদেকুল হক শাহ্ চৌধুরী ও সেক্রেটারী মো: রশিদুল হাসান এর সঞ্চালনায় সম্মিলন অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নওগাঁ জেলা শাখার, সভাপতি মো: নাসির উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নওগাঁ জেলা শাখার সেক্রেটারী আব্দুল্লাহ্ আল মামুন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার উপজেলা শাখার আমির আবুল খায়ের তরুন, সহকারী উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার শাখার নায়েবে আমির মাও: মো: আব্দুল বাঁকী, সাংগাঠনিক সম্পাদক মো: মতিউর রহমান,
প্রমুখ।
এ সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাপাহার উপজেলা শাখার সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। সম্মেলনে ২০২৫-২৬ ইং সেশনের জন্য মোঃ রশিদুল হাসানের, নেতৃত্বে ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।