ঢাকাশুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাপাহার উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মিলন অনুষ্ঠিত

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ২৭, ২০২৪ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিণিধি: ” শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অপরিহার্য” এই স্লোগান কে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাপাহার উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাপাহার উপজেলা শাখার আয়োজনে দ্বি-বার্ষিক সম্মিলন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সাপাহার উপজেলা শাখার সভাপতি সাদেকুল হক শাহ্ চৌধুরী ও সেক্রেটারী মো: রশিদুল হাসান এর সঞ্চালনায় সম্মিলন অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নওগাঁ জেলা শাখার, সভাপতি মো: নাসির উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নওগাঁ জেলা শাখার সেক্রেটারী আব্দুল্লাহ্ আল মামুন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার উপজেলা শাখার আমির আবুল খায়ের তরুন, সহকারী উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার শাখার নায়েবে আমির মাও: মো: আব্দুল বাঁকী, সাংগাঠনিক সম্পাদক মো: মতিউর রহমান,
প্রমুখ।

এ সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাপাহার উপজেলা শাখার সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। সম্মেলনে ২০২৫-২৬ ইং সেশনের জন্য মোঃ রশিদুল হাসানের, নেতৃত্বে ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

৭৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।