
বাংলাদেশ সফরে আসবে নেদারল্যান্ডস। স্বাগতিকদের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ডাচরা।আসন্ন এই টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড। এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ স্কট এডওয়ার্ডস।
এশিয়া কাপের প্রস্তুতির জন্য ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে এই সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ৩০ আগস্ট থেকে সিলেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজের জন্য বুধবার (২০ আগস্ট) দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড।
আগামী ৩০ আগস্ট সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে। ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি। তিনটি ম্যাচই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে।
দলের অধিনায়কত্ব করবেন স্কট অ্যাডওয়ার্ডস। বাংলাদেশ সফরে ডাচ দলে পরিচিত মুখদের প্রায় সবাই আছেন।এই সফরে খেলোয়াড় ছাড়াও সাতজনের ম্যানেজমেন্ট দলও আসছে। তাদের মধ্যে আছেন প্রধান কোচ রায়ান কুক ও দুই সহকারী কোচ রায়ান ফন নিকার্ক ও হেইনো খুন।
টিম ম্যানেজমেন্ট: রায়ান কুক (প্রধান কোচ), রায়ান ভ্যান নিকার্ক (সহকারী কোচ), হেইনো কুন (সহকারী কোচ), ডিন মুনসামি (এস অ্যান্ড সি কোচ), লোরেঞ্জো মেয়ার (ফিজিওথেরাপিস্ট), ডেভি বাক্কার (টিম ম্যানেজার), কোরেভ রুটগার্স (মিডিয়া ম্যানেজার)।
নেদারল্যান্ডস স্কোয়াড: ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, অনিল নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়া ক্রস, সাকিব জুলফিকার, রায়ান ক্লেইন, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকিরেন, শারিজ আহমদ, বেন ফ্লেচার এবং ড্যানিয়েল ডোরাম।