raising sylhet
ঢাকাসোমবার , ২১ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বাইসাইকেলের সঙ্গে ধাক্কা, মোটরসাইকেল চালকের মৃ ত্যু

rising sylhet
rising sylhet
অক্টোবর ২১, ২০২৪ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- বাইসাইকেলের সঙ্গে ধাক্কা, মোটরসাইকেল চালকের মৃ ত্যু। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাইসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে নাঈম মিয়া (২২) নামে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন।

রোববার (২০ অক্টোরব) রাত ১১টার দিকে শায়েস্তাগঞ্জ-দেউন্দি সড়কের ফরিদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শায়েস্তাগঞ্জ থেকে নিশাপট গ্রামে নিজের বাড়িতে যাচ্ছিলেন মোটরসাইকেলচালক নাঈম। ফরিদপুর ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাইসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন নাঈম।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।

নিহত নাঈম হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

৪৮ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।