
নগরীর বাগবাড়ি নরসিং টিলা এলাকার মনিপুরী গলিতে নির্মাণাধীন ভবনে চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় পঞ্চায়েত কমিটির উদ্যোগে চুরির সঙ্গে জড়িত দুই যুবককে শনাক্ত করে আটক করা হয়েছে। এবং পরবর্তীতে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটককৃতরা হলেন, কোতোয়ালী থানাধীন সোনার বাংলা এলাকার পঙ্কি মিয়ার কলোনির হুসাইনের ছেলে আরমান (১৯), পশ্চিম কাজলসা জিতু মিয়ার বাড়ির ময়না মিয়ার ছেলে রাব্বি (১৮)।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
কোতোয়ালী থানার এসআই সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘চুরির ঘটনায় জড়িত ২ যুবককে এলাকাবাসী আটক করেন। পরে পুলিশ খবর দিলে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে এবং আজ বুধবার আদালতে তোলা হলে আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেন।
জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ভবনের কাজ শেষ করে শ্রমিকরা বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় দুইজন চোর ভবনের নিচতলায় ঢুকে প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা মূল্যের একটি ক্রেনের সেইফ চুরি করে নিয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী ও নির্মাণাধীন ভবনের মিস্ত্রিদের সহায়তায় বাগবাড়ি নরসিং টিলা পঞ্চায়েত কমিটির সভাপতি মইনুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক কামারুজ্জামান দিপুর কাছে অভিযোগ দেওয়া হয়। অভিযোগের পর স্থানীয় এলাকা ও রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে জড়িত দুই যুবককে শনাক্ত করা হয়। এরপর পঞ্চায়েত কমিটির উদ্যোগে রাত আনুমানিক ১১টার দিকে আরমানকে আটক করা হলে সে জানায়, তারা দুইজন মিলে চুরি করা সেইফটি ১২০০ টাকায় বিক্রি করেছে এবং সেই টাকা দিয়ে পাঁচটি ইয়াবা ট্যাবলেট কিনে সেবন করেছে। পরে রাত সাড়ে ১১টার দিকে আরমানের সহযোগী রাব্বিকেও আটক করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।