শৈলকুপায় মেহগনির একটি বাগান থেকে আইরিন আক্তার তিথি (১৬) নামে নিখোঁজ এক স্কুলছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত তিথি ওই গ্রামের আশরাফ হোসেনের মেয়ে। সে স্থানীয় রাবেয়া খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দুধসর গ্রামের বাড়ির পাশের বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় তিথির হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে স্বজন ও এলাকাবাসী।
স্থানীয়রা জানান, গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোবাইলফোনে কথা বলে ঘর থেকে বের হয়ে যায় তিথি। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। রোববার বিকেলে নিজ বাড়ির পাশে মেহগনির একটি বাগানে তার অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর সেখানে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।