সিলেটের প্রত্যেক উপজেলায় পবিত্র রমজানে বাজার মনিটরিং করা হচ্ছে প্রতিদিন। এরই ধারাবাহিকতায় দক্ষিণ সুরমায়ও হচ্ছে বাজার তদারকি।
শনিবার (১৬ মার্চ) দুপুরে এ অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দক্ষিণ সুরমার জালালপুর বাজারে ৪টি দোকানে অধিক মূল্যে পণ্য বিক্রি ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৩ হাজার ৫ শ টাকা অর্থদণ্ড করেছেন।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সূত্রধর।
এসময় সকল ব্যবসায়ীকে মূল্যতালিকা প্রদর্শন এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়ের জন্য নির্দেশনা দেওয়া হয়।
১২৩ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।