প্রতিপক্ষের মাঠে খেলতে প্রথমবারের মতো লিওনেল মেসি গিয়েছিলেন। সেখানেও বাজিমাত করলেন ফুটবলের এই ক্ষুদে জাদুকর। নির্ধারিত সময়ের ৮ গোলের শেষ পর্যন্ত গড়ায় টাইব্রেকারে। আর টাইব্রেকে ৫-৩ ব্যবধানে পাওয়া জয়ের মাধ্যমে লিগস কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মেসির ইন্টার মায়ামি।
প্রথমবারের মতো মায়ামির হয়ে একসঙ্গে মাঠে নামেন সাবেক তিন বার্সেলোনা তারকা; সার্জিও বুসকেটস, জর্ডি আলবা ও লিওনেল মেসি। ম্যাচের ৬ মিনিটের মাথায় লিড নেয় মায়ামি। আলবার পাসে বক্সের বাইরে থেকে বল জালে জড়ান মেসি।
মেসি জাদুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত সমতায় শেষ হয় নির্ধারিত ৯০ মিনিট। এরপর অতিরিক্ত সময়েও এগিয়ে যেতে ব্যর্থ হয় দুই দল। যার ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত ৫-৩ গোলে জয় বাগিয়ে নিয়ে শেষ আট নিশ্চিত করে মায়ামি।
২২ বার পড়া হয়েছে।