রাইজিংসিলেট- শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার গালাগাঁও ইউনিয়নের ধারাকান্দী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন রাত ১০ টায় আলমগীর হোসেন বাদী হয়ে তারাকান্দা থানায় সাধারণ ডায়েরী করেছেন।
ময়মনসিংহের তারাকান্দায় টয়লেটে যাওয়ার কথা বলে এক বছরের সন্তানকে অন্য নারীর কাছে রেখে উধাও হয়েছেন মা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরের দিকে বোরকা পড়া এক নারী গালাগাঁও ইউনিয়নের ধারাকান্দি গ্রামের আলমগীর হোসেনের বাড়িতে যায়। বাড়িতে গিয়ে আলমগীর হোসেনের রবিলা খাতুনকে ওই নারী বলেন, আশপাশে কোথাও টয়লেট নেই। টয়লেটের অনেক চাপ, বাচ্চাটা রাখেন টয়লেট করে আমি বাচ্চাটাকে নিয়ে যাব। এই বলে ওই বোরকা পড়া নারী চলে যায়। চলে যাওয়ার পর অনেক সময় চলে গেলেও ওই নারী ফিরে আসেনি।
পরে ওই নারীকে আশপাশের এলাকায় অনেক খোঁজাখোঁজি করেও তার কোন সন্ধান পায়নি। পরে আলমগীর সন্ধ্যায় তারাকান্দা থানায় আসেন এবং রাত ১০ টার দিকে থানায় সাধারণ ডায়েরী করেন।