হবিগঞ্জের বানিয়াচংয়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি ‘পল্লীবন্ধু’ হুসেইন মুহাম্মদ এরশাদ’র জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেককাটার আয়োজন করা হয়েছে।
সোমবার দুপুরে বানিয়াচং ১নম্বর ইউনিয়ন অফিস কার্যালয়ের হলরুমে এ কেককাটার আয়োজন করা হয়।
এতে জাতীয় পার্টি নেতা দেওয়ান শুয়েব রাজা’র সভাপতিত্বে ও মো. হাবিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- জাতীয় তরুণ পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও জাতীয় আইনজীবি ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠিনক সম্পাদক এডভোকেট মো. ছাদিকুর মিয়া তালুকদার।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন- বানিয়াচং উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মোতাব্বির হোসেন, জাতীয় তরুণ পার্টি বানিয়াচং উপজেলার সদস্য সচিব মো. সোলাইমান তালুকদার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মো. আলাখাছ মিয়া, মোঃ লুৎফুর রহমান মোশাহিদ, আব্দুল হাই খান, মোঃ আইয়ুব আলী, মোঃ আমীর হোসেন, আব্দুল আহাদ, মোঃ মোশারফ তালুকদার ও মোঃ তাবেদুল ইসলাম তালুকদার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোঃ ছাদিকুর মিয়া তালুকদার বলেন, পল্লী বন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের উন্নয়ন ও অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লোখা থাকবে। উপজেলা ব্যবস্থা এবং উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স পল্লী বন্ধু প্রতিষ্ঠা করেছিলেন। হবিগঞ্জ-২ বানিয়াচং আজমিরীগঞ্জ সংসদীয় আসনটি জাতীয় পার্টি তথা গোলাম মোঃ কাদেরকে উপহার দেয়ার জন্য ঐক্যের কোন বিকল্প নেই।
পরিশষে উপস্থিত সকলকে জাতীয় পার্টির পক্ষে কাজ করার জন্য উদাত্ব আহবান জানান।