ঢাকাসোমবার , ২০ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে সাবেক রাষ্ট্রপতি এরশাদ’র জন্মদিন পালন

rising sylhet
rising sylhet
মার্চ ২০, ২০২৩ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের বানিয়াচংয়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি ‌‘পল্লীবন্ধু’ হুসেইন মুহাম্মদ এরশাদ’র জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেককাটার আয়োজন করা হয়েছে।

সোমবার দুপুরে বানিয়াচং ১নম্বর ইউনিয়ন অফিস কার্যালয়ের হলরুমে এ কেককাটার আয়োজন করা হয়।

এতে জাতীয় পার্টি নেতা দেওয়ান শুয়েব রাজা’র সভাপতিত্বে ও মো. হাবিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- জাতীয় তরুণ পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও জাতীয় আইনজীবি ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠিনক সম্পাদক এডভোকেট মো. ছাদিকুর মিয়া তালুকদার।

বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন- বানিয়াচং উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মোতাব্বির হোসেন, জাতীয় তরুণ পার্টি বানিয়াচং উপজেলার সদস্য সচিব মো. সোলাইমান তালুকদার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মো. আলাখাছ মিয়া, মোঃ লুৎফুর রহমান মোশাহিদ, আব্দুল হাই খান, মোঃ আইয়ুব আলী, মোঃ আমীর হোসেন, আব্দুল আহাদ, মোঃ মোশারফ তালুকদার ও মোঃ তাবেদুল ইসলাম তালুকদার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোঃ ছাদিকুর মিয়া তালুকদার বলেন, পল্লী বন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের উন্নয়ন ও অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লোখা থাকবে। উপজেলা ব্যবস্থা এবং উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স পল্লী বন্ধু প্রতিষ্ঠা করেছিলেন। হবিগঞ্জ-২ বানিয়াচং আজমিরীগঞ্জ সংসদীয় আসনটি জাতীয় পার্টি তথা গোলাম মোঃ কাদেরকে উপহার দেয়ার জন্য ঐক্যের কোন বিকল্প নেই।

পরিশষে উপস্থিত সকলকে জাতীয় পার্টির পক্ষে কাজ করার জন্য উদাত্ব আহবান জানান।

১০৯ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।