
রাইজিংসিলেট- বাবাকে ডেকে হ ত্যা, আদালতে ছেলের স্বীকারোক্তি। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক ব্যবসায়ীকে নিজ সন্তান হত্যা করেছে বলে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানায়, নিহত আলম মিয়াকে (৬০) তার ছেলে মো. মাহমুদুল হাসান নিজেই হত্যা করেছেন। পরে তিনি ঘটনাটিকে চুরির ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন।
ঘটনাটি ঘটে ৩ সেপ্টেম্বর, নাসিরনগরের ফান্দাউক মুন্সীপাড়ায়। ওইদিন সকালে নিজ বাড়ি থেকে আলম মিয়ার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয়, চোরেরা তাকে হত্যা করে মূল্যবান সামগ্রী লুট করেছে।
এরপর ৬ সেপ্টেম্বর মাহমুদুল হাসান নিজেই থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে তিনি দাবি করেন, অজ্ঞাত চোরেরা তার বাবাকে হত্যা করে ঘরের স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করেছে। তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি সিলেটে অবস্থান করছিলেন।
তবে তদন্তে পিবিআই দেখতে পায়, মাহমুদুল সেদিন সিলেটে ছিলেন না, বরং নিজ এলাকাতেই ছিলেন। ১০ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন।
জবানবন্দিতে তিনি বলেন, পারিবারিক কলহ ও অপমানের কারণে তিনি এই হত্যাকাণ্ড ঘটান। পরিকল্পনা অনুযায়ী তিনি ঘরের পেছনের দরজা দিয়ে প্রবেশ করে লুকিয়ে থাকেন এবং রাতে বাবাকে ফোন করে ঘরে ডেকে নেন। পরে সবাই ঘুমিয়ে পড়লে লোহার পাইপ দিয়ে আঘাত করে হত্যা করেন।
ঘটনার পর তিনি বাবার দুটি মোবাইল নদীতে ফেলে দেন এবং স্ত্রীর স্বর্ণালংকার বিক্রি করে প্রায় আড়াই লাখ টাকা পান। তার স্বীকারোক্তির ভিত্তিতে ঘটনাস্থলের পাশের একটি পুকুর থেকে হত্যায় ব্যবহৃত তিন ফুট লোহার পাইপ উদ্ধার করা হয়।
পরে আদালতে হাজির করলে মাহমুদুল স্বেচ্ছায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। মামলার তদন্ত এখনো চলমান রয়েছে বলে জানিয়েছে পিবিআই।