ঢাকামঙ্গলবার , ১১ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বাবাকে হত্যা করে ডাকাতির অভিনয় ছেলেদের

rising sylhet
rising sylhet
এপ্রিল ১১, ২০২৩ ১১:২২ পূর্বাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- সোমবার (১০ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে সদর উপজেলার আধারা ইউনিয়নের ভাসানচর এলাকায় এ ঘটনা ঘটে। মুন্সিগঞ্জে বাবাকে হত্যার ঘটনা ধামাচাপা দিতে ডাকাত আর জলদস্যু নাটক সাজানোর অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দুই ছেলেসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম মো. নুরুল ইসলাম হাওলাদার (৫০)। তিনি ভাসানচর মিজিকান্দি এলাকার প্রয়াত সুবেদ আলীর ছেলে।

আটকেরা হলেন- নিহতের বড় ছেলে মো. সুমন হাওলাদার, সুমনের স্ত্রী ও আরেক ছেলে মোহাম্মাদ আলী হাওলাদার।

গতকাল রোববারও তার স্ত্রী তাছলিমা বেগমের সঙ্গে নুর ইসলামের ঝগড়া হয়। তাছলিমাকে নুরুল মারধর করেছিলেন। তখন নুরুল ইসলামের বড় ছেলেরা তাকে মারধর করার জন্য খুঁজছিলেন।

নিহতের বোন হামিদা বেগম বলেন, আমার ভাই একজন কাঠমিস্ত্রি। তিনি কখনো মাছ ধরতেন না। তাকে হত্যা করে ঘটনা ধামাচাপা দেয়ার জন্য মাছ ধরার কথা বলা হচ্ছে। আমার ভাইকে আমার ভাতিজারা তাদের মামাদের সহযোগিতা নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

হামিদা বলেন, আমার ভাই রাতে আমাকে মোবাইল ফোনে বলেছিলেন। বাড়িতে গেলে তার ছেলেরা মেরে ফেলবে। স্থানীয় মাতব্বরদের ভরসায় তিনি বাড়িতে গিয়েছিলেন। ভোরে ছোট ভাতিজা সুজন ফোন করে জানায় তার বাবাকে মেরে ফেলা হয়েছে।

নিহতের ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে দ্রুত নেয়া হবে আইনগত ব্যবস্থা। তবে এ ঘটনায় নিহতের দুই ছেলে ও বড় ছেলের স্ত্রীকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

১০৩ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।