raising sylhet
ঢাকারবিবার , ৩১ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বাবা-মা হাসপাতালে, সড়কে ভাই-বোনের করুন মৃ ত্যু

rising sylhet
rising sylhet
মার্চ ৩১, ২০২৪ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- তারাকান্দায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ভাই-বোনের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তাদের মা-বাবা। রোববার সাড়ে ৭টার দিকে শেরপুর-ময়মনসিংহ সড়কের তারাকান্দা দক্ষিণ বাজারের জামান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুরের শ্রীবর্দী থানাধীন চর শিমুলচরা গ্রামের মাশুরা নোকাদ্দেছ তানাছ ও তার আপন ভাই তিন বছরের আনাছ আহনাফ।

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী জানান, সকালে শেরপুর থেকে মাইক্রোবাসটি ঢাকার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে তারাকান্দা দক্ষিণ বাজারের জামান ফিলিং স্টেশনের সামনে আসতেই শেরপুরগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তানাছ ও তার ভাই আনাছ আহনাফ ঘটনাস্থলেই মারা যায়। এ সময় আশপাশের লোকজন আহত অবস্থায় নিহতদের বাবা-মাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাস-মাইক্রোবাস থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

১৫১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।