ঢাকামঙ্গলবার , ২০ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বালু উত্তোলন বিলীন হচ্ছে দুই উপজেলার বিস্তীর্ণ জনপদ

rising sylhet
rising sylhet
মে ২০, ২০২৫ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সুরমা নদীতে পরিবেশ বিধ্বংসী বালু উত্তোলন। ফলে বিলীন হয়ে যাচ্ছে সিলেটের দুই উপজেলার বিস্তীর্ণ এলাকা। ফাটল ধরেছে নদীর দুই পারে। হুমকির মুখে পানি উন্নয়ন বোর্ড পাউবোর বন্যা নিয়ন্ত্রন বাধ। এ নিয়ে এলাকার জনমনে ক্ষোভে অন্তঃ নেই। ক্ষোভের বিস্ফোরণে যে কোনো সময় ঘটে যেতে পারে নানা অঘটন।

জানা গেছে, সিলেট জেলার জকিগন্জ উপজেলার সুরমা নদী (নওয়াগাও) নামে একটি বালুমহাল রয়েছে। এ মহালের অপর অংশে রয়েছে কানাইঘাট উপজেলার বীরদল বাজার ও ঘনবসতিপূর্ণ গ্রাম, স্কুল-মাদ্রাসা মসজিদসহ সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা। রয়েছে বন্যা নিয়ন্ত্রন বেড়ীবাধ। জকিগন্জ এলাকাধীন মহাল দাবিতে অবিভক্ত সুরমা থেকে বালু-মাটি উত্তোলনের ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে সুরমা তীরবর্তী উভয় উপজেলার জনপদ। গত প্রায় দুই সপ্তাহ ধরে মেসার্স আপ্তাব এম্পোরিয়াম নামীয় একটি প্রতিষ্ঠান ইজারা নামে খাবলে খাচ্ছে নদী ও জনপদ। প্রত্যহ ১০ থেকে ১২ টি হাইড্রলিক ড্রেজার দিয়ে চালাচ্ছে ধংসাত্মক তান্ডব। মানছে না ইজারা সংশ্লিষ্ট শর্তাবলী ও নিয়ম কানুন।

গত ১৪৩১ বাংলা সনে এই মহাল লিজ দেওয়া হলে এটাকে কেন্দ্র করে ঘটেছে হামলা মামলাসহ বহু অঘটন। তা সত্বেও চলতি ১৪৩২ বাংলা সনে মহালটি লীজ দেওয়া নিয়ে এলাকার জনমনে তীব্র ক্ষোভের সন্চার হয়েছে। এলাকাবাসী এই লীজ প্রদানকে পরিবেশ বিধ্বংসী আখ্যায়িত করে অবিলম্বে লীজ বাতিল সহ সুরমা তীরবাসীকে রক্ষার জোর দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।