সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস’র সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি প্রেসক্লাবের সাংবাদিকগণ।
শুক্রবার (২৩ আগস্ট) এক শোক বার্তায় সিলেট সিটি প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক আব্দুল হালিম সাগর ও সাবেক সভাপতি বাবর হোসেন এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোক বার্তায় তারা মকসুদ আহমদের স্ত্রী ও দুই ছেলে সহ শোকসন্তপ্ত পরিবের প্রতি গভীর সমবেদনা জানান। এর আগে, বৃহস্পতিবার (২২আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন সাংবাদিক মকসুদ আহমদ মকসুদ। তিনি সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস’র সিলেট ব্যুরো প্রধান ছিলেন।