দক্ষিণ সুরমা উপজেলার চন্ডিপুল গোল চত্বরে গাড়ি ভাংচুর এবং চালকে মারধরের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকাল ৫টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জান যায়, চন্ডিপুল এলাকায় বৈশাখী পরিবহন নামের একটি বাস রাস্তার দাঁড় করে যাত্রী তুলছিল। তখন ওভারটেক করতে গিয়ে একটি পিকআপ বাসটিকে ধাক্কা দিলে বাসটির গ্লাস ভেঙে যায়। পিকআপের চালকের কাছে ক্ষতিপূরণ চাইলে তিনি তা দিতে অস্বীকার করেন। একপর্যায়ে পিকআপের চালকসহ ৪-৫ জন বৈশাখী পরিবহনের চালককে মারধর করে। এত বৈশাখী পরিবহনের চালক নজরুল ইসলাম (৪৫) আতহ হন।
খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে গাড়ি দুটি আটক করে থানায় নেয়ে যায়।
৬৯ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।