• ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বাহুবলে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

risingsylhet.com
প্রকাশিত মার্চ ২১, ২০২৩

বাহুবলে সড়ক দুর্ঘটনায় আম্বিয়া খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছে।মঙ্গলবার দুপুরে বাহুবলে শ্রীমঙ্গল রোডে এ ঘটনা ঘটে। নিহত নারী আম্বিয়া খাতুন হবিগঞ্জের বাহুবল উপজেলার উজারগাও বিহারীপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, আম্বিয়া খাতুন নামে ওই নারী প্রয়োজনীয় কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে বাহুবল শ্রীমঙ্গল রোডে পৌছা মাত্র হবিগঞ্জ সিলেট বিরতিহীন পরিবহনের একটি বাস ওই নারীকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাহুবল মডেল থানার (ওসি) রাকিবুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেন

১৭ বার পড়া হয়েছে।