ঢাকাবৃহস্পতিবার , ১৩ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বিএনপিতে অনুপ্রবেশ করে দলের অর্জন ধ্বং স করার চেষ্টা করছেন, তাদের ছাড় নেই-আব্বাস

rising sylhet
rising sylhet
মার্চ ১৩, ২০২৫ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মন্তব্য করেন, বলে বিএনপিকে খাটো ও অবজ্ঞা করে বাংলাদেশে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নিতে দেওয়া হবে না ।যারা বিএনপিতে অনুপ্রবেশ করে দলের অর্জন ধ্বংস করার চেষ্টা করছেন, তাদের ছাড় নেই।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর শান্তিনগর ইউনিট বিএনপির ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

এ সময় মাগুরার সেই শিশু নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এই বিএনপি নেতা।

তিনি বলেন, ধর্ষণবিরোধী আন্দোলনে সবার সঙ্গে একাত্ম হয়ে বিএনপিও মাঠে আছে।

চাঁদাবাজ নেতাকর্মীরা ছবি তোলায় ব্যস্ত উল্লেখ করে তিনি আরও বলেন, অথচ এরা (চাঁদাবাজ নেতাকর্মীরা) আন্দোলনে ছিল না। তাই যারা এতদিন কষ্ট করেছে তাদের কষ্টের ফল যেন ধুলোয় না মেশে, সেদিকে খেয়াল রাখতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, কিছু দল-গোষ্ঠী সংঘবদ্ধ অপপ্রচারে নেমেছে। বিএনপিকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে।

৫৬ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।