রাইজিংসিলেট- বিএনপির নতুন কমিটি গঠন। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা বিএনপির ৩৭ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (৬ আগস্ট) মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক জেলা ছাত্রদলের সভাপতি আশিক মোসাররফকে আহ্বায়ক এবং সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাউর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে ৩৭ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক দপ্তরের দায়িত্বে মো. ফখরুল ইসলামের সুপারিশে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান এ কমিটি অনুমোদন দেন। রোববার বিকেলে জেলা বিএনপির প্রচার সম্পাদক এম ইদ্রিস আলী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে কুলাউড়া উপজেলায় বিএনপির সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে জেলা সভাপতি এই কমিটি গঠন করে দিয়েছেন।
১৮ বার পড়া হয়েছে।