• ১২ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা দিলেন মির্জা ফখরুল ইসলাম

risingsylhet.com
প্রকাশিত আগস্ট ৩, ২০২৩
বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা দিলেন মির্জা ফখরুল ইসলাম

রাইজিংসিলেট- বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা দিলেন মির্জা ফখরুল ইসলাম। তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার রায়ের প্রতিবাদে শুক্রবার (৪ আগস্ট) সারা দেশের জেলা ও মহানগর পর্যায়ে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি। বৃহস্পতিবার (৩ আগস্ট) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  বিএনপির মহাসচিব বলেন, ঢাকায় কেন্দ্রীয়ভাবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টা থেকে এই কর্মসূচি পালিত হবে।

বিএনপির মহাসচিব বলেন, শুধু তারেক রহমান নয়, যে জুবাইদা রহমান রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয় তাকেও সাজা দেয়া হয়েছে। এই বিচার বিভাগকে ব্যবহার করে নির্যাতন নিপীড়ন ও হয়রানি করা হচ্ছে। জাতিকে চিরস্থায়ীভাবে সহিংসতা ও অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়া হচ্ছে। এই রায়ের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলন, আমাদের অস্তিত্ব রক্ষার যে আন্দোলন শুরু হয়েছে, ঠিক সেই সময় এই আন্দোলনে যিনি নেতৃত্ব দিচ্ছেন, তার নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে এই রায় দেয়া হয়েছে। তবে এভাবে আন্দোলন কখনই স্তব্ধ করা যাবে না।

৪২ বার পড়া হয়েছে।