
সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে লাগাতার আন্দোলন চলছে । কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহীদুল আলমের মনোনয়ন দাবিতে শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৫টায় আশাশুনি বাস টার্মিনাল মোড়ে বিক্ষোভ সমাবেশে জড়ো হন বিএনপি হাজারো নেতাকর্মীরা। সমাবেশ শেষে প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা।
তাদের দাবি, সাতক্ষীরা-৩ আসনে মনোনয়ন দিতে হবে ডা. শহিদুল আলমকে। আর তা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলি, বুধহাটা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক খোরশেদ আলম, যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম, ফিরোজ আহম্মেদ জজ, উপজেলা ছাত্রদলের সভাপতি ইয়াছিন আরাফাত পলাশসহ আরও অনেকে।
আসনটিতে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন দেয়া হয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দীনকে। এতে ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা। মনোনয়ন ঘোষণার দিন থেকেই আন্দোলন চলে আসছে সাতক্ষীরা-৩ আসনের কালিগঞ্জ ও আশাশুনি উপজেলায়।